New Update
/anm-bengali/media/post_banners/9N3zX6pIv3oUC91evwYx.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ করোনা আবহে নির্বিঘ্নেই কেটেছে দুর্গাপুজো। কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় বিধিনিষেধের মধ্যে দিয়েই দুর্গা দর্শনে মাতেন বঙ্গবাসী। এরই মধ্যে অবশ্য সুজিত বসুর 'বুর্জ খলিফা' মণ্ডপ ঘিরে মানুষের প্রবল উৎসাহ উন্মাদনার পর্যায়ে পৌঁছালে তা নিয়ে বিতর্ক দেখা দেয়। তবে সার্বিক ভাবে পুজো নির্বিঘ্নে কাটায় 'গৌরবের' শেষ নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের। দলীয় জনপ্রতিনিধিদের বিজয়ার শুভেচ্ছা বার্তায় এমনটাই জানালেন দলনেত্রী। পাশাপাশি আসন্ন কালীপুজোর জন্য দিলেন সংযমের বার্তা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us