নুসরতের সাংসদ পদ খারিজের দাবি বিজেপির

author-image
Harmeet
New Update
নুসরতের সাংসদ পদ খারিজের দাবি বিজেপির

নিজস্ব সংবাদদাতাঃ নুসরত জাহানের সাংসদ পদ খারিজের দাবি তুলল বিজেপি। বিবাহ সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য দেওয়ার জন্য এবার তাঁর সাংসদ পদ খারিজের আবেদন জানালেন বিজেপি সাংসদ সংঘমিত্রা মৌর্য। লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি দিয়ে সংঘমিত্রা জানিয়েছেন, এই বিষয়ে এথিকস কমিটির সিদ্ধান্ত নেওয়া উচিত। নুসরত যা করেছেন তা এক কথায় অনৈতিক ও বেআইনি। এই কারণে তাঁর সাংসদ পদ খারিজ হওয়া দরকার। সংঘমিত্রা আরও বলেন,  ২০১৯ সালের ২৫ জুন নুসরত জাহান শপথ নেওয়ার সময়ে নিজের পরিচয় দিয়েছিলেন নুসরত জাহান রুহি জইন। নববধূর বেশেই তিনি হাজির হয়েছিলেন সংসদে। এমনকি সেই সময় সিঁদুর পরার কারণে তাঁকে একদল মৌলবাদী আক্রমণ করেছিল বলেও মনে করিয়েছেন সংঘমিত্রা। তাঁর কথায়, সে সময়ে সব দলের সাংসদরা  নুসরাতের পাশে ছিল।