আইপিএল এ স্বপ্নভঙ্গ তরুণ কেকেআর এর, জয়ের ট্রফি সেই ধোনির হাতে

author-image
Harmeet
New Update
আইপিএল এ স্বপ্নভঙ্গ তরুণ কেকেআর এর, জয়ের ট্রফি সেই ধোনির হাতে

​নিজস্ব সংবাদদাতাঃ সেই চেন্নাই সুপার কিংসই ফের আইপিএল চ্যাম্পিয়ন। চতুর্থবারের জন্য ট্রফি গেল চেন্নাইয়ে। শুক্রবার চতুর্দশ আইপিএলের ফাইনালে কলকাতা নাইট রাইডার্সকে ২৭ রানে হারিয়ে দিল সিএসকে। সেই সঙ্গে ভেঙে গেল আইপিএল ফাইনালে কেকেআরের মিথ। এতদিন পর্যন্ত আইপিএল ফাইনালে অপরাজেয় ছিল শাহরুখ খান-জুহি চাওলার দল। দুবার ফাইনালে উঠে দুবারই চ্যাম্পিয়ন হয়েছিল কেকেআর। তৃতীয়বার অবশ্য সেই রেকর্ড আর অক্ষুণ্ণ রইল না। প্রথমবার ফাইনালে পরাজয়ের তিক্ত স্বাদ পেতে হল নাইট শিবিরকে। আর সিএসকে পৌঁছে গেল চার ট্রফির দুর্গে। মুম্বই ইন্ডিয়ান্সের চেয়ে আর মাত্র একটি খেতাব দূরে তারা। রোহিত শর্মাদের ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলতে শুরু করলেন মহেন্দ্র সিংহ ধোনি।