/anm-bengali/media/post_banners/llTxptCfFmXEDwFpZtFi.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ২০ জুন, ১৯৯৬। লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে অভিষেক হয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের। বাঙালিরা তখনও হয়তো ভাবতে পারেননি যে, তার দুদিনের মধ্যেই অপেক্ষা করে রয়েছে আরও এক মাহেন্দ্রক্ষণ। যে দিন লর্ডসে ক্রিস লুইস, ডমিনিক কর্ক ও অ্যালান মুলালির পেস ত্রয়ীকে কার্যত নির্বিষ করে দিয়ে সেঞ্চুরি করবেন সৌরভ। আজ, ২২ জুন, মঙ্গলবার সৌরভের সেই মাইলফলকের ২৫ বছর পূর্ণ হচ্ছে। সৌরভের সেই ১৩১ যে শুধু ইংল্যান্ডের বিরুদ্ধে চাপ কাটিয়ে ভারতকে ম্য়াচ ড্র করতে সাহায্য করেছিল তাই নয়, টিম ইন্ডিয়ার অন্দরে বিশ্বাস গেঁথে দিয়েছিল যে, হ্যাঁ আমরাও পারি।​
সেই সফরে বার্মিংহামে প্রথম টেস্টে মাইক আথারটনের ইংল্যান্ডের কাছে ৮ উইকেটে হেরে গিয়েছিল ভারত। দ্বিতীয় টেস্টেও দেশের মাটিতে ফেভারিট তকমা দেওয়া হচ্ছিল ইংল্যান্ডকে। লর্ডসে টস জিতে স্যাঁতস্যাঁতে পিচের ফায়দা তোলার লক্ষ্যে ইংল্যান্ডকে প্রথম ব্যাট করতে পাঠিয়েছিলেন ভারত অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন। শুরুতেই মাইক আর্থারটনকে কোনও রান করার আগেই এলবিডব্লিউ করে দেন জাভাগাল শ্রীনাথ। স্কোরবোর্ডে কোনও রান যোগ হওয়ার আগেই ফিরে যান ব্রিটিশ অধিনায়ক। অপর ওপেনার অ্যালেক স্টুয়ার্টকেও তুলে নেন শ্রীনাথ। ইংল্যান্ড ৬৭ রানে ২ উইকেট হারায়। আজহারের টস জিতে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত তখন সফল বলেই ধরে নিয়েছেন সকলে।
আরও খবরঃ https://anmnews.in/Home/GetNewsDetails?p=3749 / https://anmnews.in/Home/GetNewsDetails?p=3746
For more details visit www.anmnews.in
Follow us at https://www.facebook.com/newsanm
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us