মার্কিন প্রতিরক্ষা দফতরে ভারতীয় বংশোদ্ভূত

author-image
Harmeet
New Update
মার্কিন প্রতিরক্ষা দফতরে ভারতীয় বংশোদ্ভূত

​নিজস্ব সংবাদদাতাঃ 

বৃহস্পতিবার, আমেরিকার (America) রাষ্ট্রপতি জো বাইডেন (Joe Biden) আমেরিকায় বসবাসকারী ভারতীয় রবি চৌধুরীকে (Ravi Chaudhary) মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনের (Pentagon) অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্বে মনোনীত করলেন। বিমান সেনা বাহিনীর (US Air Force) প্রাক্তন আধিকারিক রবি চৌধুরীকে বিমান বাহিনীর স্থাপনা, শক্তি ও পরিবেশ বিভাগের যুগ্ম সচিব হিসেবে নিয়োগ করেছেন বাইডেন। পেন্টাগনের এই গুরুত্বপূর্ণ পদে শপথ নেওয়াও মার্কিন সেনেটের অনুমতির প্রয়োজন রয়েছে।

এর আগেই আমেরিকার পরিবহন দফতরের সিনিয়র আধিকারিক হিসেবে দায়িত্বভার সামলে এসেছেন রবি। সেখানে তিনি অ্যাডভান্স প্রোগ্রাম অ্যান্ড ইনোভেশন, অফিস অব কমার্শিয়াল স্পেসের ডিরেক্টর ছিলেন। হোয়াইট হাউজের সূত্রে এমনটাই খবর পাওয়া গিয়েছে। এই পদে রবি, এফএএ এর বাণিজ্যিক মহাকাশ পরিবহন মিশনের উন্নতি ও গবেষণায় প্রধান ভূমিকা পালন করেছে।