​নিজস্ব সংবাদদাতাঃ সব্যসাচী দত্ত (Sabyasachi Dutta) ঘরে ফিরতেই ফের পুরনো গোলমালের আশঙ্কা দানা বাধছে তৃণমূলে। যার ‘বোধন’টা দশমীর দিনই হয়ে গেল বলে মনে করছেন সব্যসাচী-অনুগামীরা। বিধাননগর পুরনিগমের ৩১ নম্বর ওয়ার্ড এ নিয়ে সরগরম হয়ে ওঠে শুক্রবার। সব্যসাচীর এক অনুগামী শারদ শুভেচ্ছা জানিয়ে পোস্টার লাগিয়েছিলেন স্থানীয় এক পুজো মণ্ডপের সামনে। অভিযোগ, সেই পোস্টার ছিঁড়ে দেওয়া হয়। আর এই ঘটনায় সুজিত বসুর ছেলে সমুদ্র বসুর নাম জড়িয়েছে। মন্ত্রী-পুত্রের বিরুদ্ধে বিধাননগর উত্তর থানায় এফআইআরও হয়েছে।