New Update
/anm-bengali/media/post_banners/OUKpeQ6BKjE1x9bqMdZH.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ অপেক্ষার অবসান, ঘোষণা হল জেইই অ্যাডভান্সের ফলাফল। শুক্রবার JEE Advanced 2021-র ফলাফল প্রকাশ করল আইআইটি খড়গপুর। jeeadv.ac.in এই ওয়েবসাইটে দেখা যাচ্ছে ফলাফল। জেইই অ্যাডভান্স-এর রোল নম্বর বা জন্মতারিখ দিয়ে লগ-ইন করে নিজেদের ফলাফল দেখতে পারবেন পরীক্ষার্থীরা। উল্লেখ্য, গত ৩ অক্টোবর দেশব্যাপী আয়োজিত হয়েছিল আইআইটির পরীক্ষা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us