ফের সেরার মুকুট জিতে নিল চক্রবেড়িয়া সার্বজনীন

author-image
Harmeet
New Update
ফের সেরার মুকুট জিতে নিল চক্রবেড়িয়া সার্বজনীন



নিজস্ব প্রতিনিধিঃ ফের সেরার মুকুট জিতে নিল চক্রবেড়িয়া সার্বজনীন। অন্যান্যবারের মতো এবারও ইম্প্যাক্ট শারদ আনন্দ ২০২১-এর তকমা ছিনিয়ে নিতে সক্ষম হল চক্রবেড়িয়া সার্বজনীন। চক্রবেড়িয়া সার্বজনীনের এবারের বিষয় ভাবনা ছিল 'অপরাজিতা'। বাকি পুজো ক্লাবগুলির সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করে এ বছর ফের সেরার শিরোপা জিতে নিয়েছে এই পুজো ক্লাবটি। জেনারেল অফিসার কমান্ডিং বেঙ্গল এলাকার মেজর জেনারেল সন্দীপ সিং কাহলন পুরষ্কারগুলি সকলের হাতে তুলে দেন।