ভারতীয় টিমের জার্সি এবার বুর্জ খলিফার লাইট শো'তে

author-image
Harmeet
New Update
ভারতীয় টিমের জার্সি এবার বুর্জ খলিফার লাইট শো'তে


নিজস্ব সংবাদদাতাঃ বুর্জ খলিফা দেখার জন্য ঢল নেমেছে শ্রীভূমির পুজো প্যাণ্ডেলে। বাঁধভাঙা লোকের জন্য প্যাণ্ডেল দর্শন বন্ধও রাখতে হয়েছে।
কলকাতার ছবি যখন এমন, তখন আসল বুর্জ খলিফাও খবরে। টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় টিমের নতুন জার্সি উদ্বোধন করা হয়েছে। সেই জার্সি এখন দেখা যাচ্ছে বুর্জ খলিফার লাইট শো-তে।