নিজস্ব সংবাদদাতাঃ বুর্জ খলিফা দেখার জন্য ঢল নেমেছে শ্রীভূমির পুজো প্যাণ্ডেলে। বাঁধভাঙা লোকের জন্য প্যাণ্ডেল দর্শন বন্ধও রাখতে হয়েছে।
কলকাতার ছবি যখন এমন, তখন আসল বুর্জ খলিফাও খবরে। টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় টিমের নতুন জার্সি উদ্বোধন করা হয়েছে। সেই জার্সি এখন দেখা যাচ্ছে বুর্জ খলিফার লাইট শো-তে।