দেবাসিস বিশ্বাস,কোচবিহারঃ মহা নবমীর পূর্ণ তিথিতে কুমারী পুজোয় ব্রতী মাথাভাঙা চৌপথি দুর্গাপুজা কমিটি। প্রতিবছরের ন্যায় এ বছরেও দুর্গাপূজার মহা নবমীর পূর্ণ তিথিতে কুমারী পূজায় ব্রতী হয়েছে মাথাভাঙ্গা চৌপথী দুর্গাপূজা কমিটির। সম্পূর্ণ নিয়ম এবং রীতি মেনেই কুমারী পুজো সম্পন্ন করা হয়েছে এই পূজা মন্ডপে। কুমারী পুজো চলাকালীন পূজামণ্ডপে ছিলেন পাড়ার অনেকেই। সমস্ত করোনা বিধি মেনেই তৈরি করা হয়েছিল পূজা মন্ডপ। পাড়ার পুজো মন্ডপের মহানবমীর কুমারী পুজোকে কেন্দ্র করে স্থানীয় এলাকার মানুষের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।