মুর্শিদাবাদে প্রথমবার মহিলা পুরোহিত দিয়ে দুর্গাপুজো

author-image
Harmeet
New Update
মুর্শিদাবাদে প্রথমবার মহিলা পুরোহিত দিয়ে দুর্গাপুজো


মানালি পাত্রদত্ত,মুর্শিদাবাদঃ দূর্গাবাহিনী দূর্গাপুজো কমিটির এবারের পুজো দ্বিতীয় বর্ষে পদার্পণ করল। এবছর মহিলা পুরোহিত দিয়ে পুজো করানো হল। ১৫০ জন মহিলা মিলিত হয়ে এই পূজো করছেন। মুর্শিদাবাদে এই প্রথমবার মহিলা পুরোহিত দ্বারা পুজো করানো হচ্ছে। সেই সঙ্গে নবমীর সকালে করা হল কুমারী পুজো।