মহানবমীতে সপ্তকুমারী পুজো

author-image
Harmeet
New Update
মহানবমীতে সপ্তকুমারী পুজো


হরি ঘোষ,আসানসোলঃ আমরাই ইন্দ্রপ্রস্থ আদ্যাশক্তি মহাপীঠ ও সপ্তপীঠের মন্দিরে মহানবমীতে সপ্তকুমারী পুজো।এই পুজোর বিশেষ আকর্ষন কুমারী পুজো। সাত শিশুকন্যাকে দুর্গারূপে পুজো করা হয়। অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন দুর্গাপুর নগর নিগমের সহ মহানাগরিক অনিন্দিতা মুখোপাধ্যায়, মেয়র পারিষদ সদস্যা রাখি তিওয়ারি সহ অন্যান্যরা। গোটা গ্রামের মানুষ এই কুমারী পুজোয় অংশগ্রহন করে। রাজ্য সরকারের কোভিড বিধি মেনেই এই পুজো করা হচ্ছে বলে জানালেন উদ্যোক্তারা।