পার্কস্ট্রিটের রেস্তোরাঁয় চকোলেট দুর্গা

author-image
Harmeet
New Update
পার্কস্ট্রিটের রেস্তোরাঁয় চকোলেট দুর্গা


নিজস্ব সংবাদদাতাঃ দুর্গা পুজোয় নতুন চমক দেখা গেল পার্কস্ট্রিটের রেস্তোরাঁয়। পার্কস্ট্রিটের জনপ্রিয় রেস্তোরাঁ ফ্লুরিসের টি-রুমে দুর্গাপুজো উপলক্ষে রাখা হয়েছে ৪ ফুট উঁচু ২৫ কেজি ওজনের চকোলেটের দুর্গা প্রতিমা। মূর্তিটি খাওয়ার যোগ্য চকোলেট দিয়ে তৈরি। এই অভিনব শিল্পকীর্তি নজর কেড়েছে বহু মানুষের।