দুর্গাপুজোর শেষ ২ দিন টাকা আসবে এই রাশির জাতকদের হাতে

author-image
Harmeet
New Update
দুর্গাপুজোর শেষ ২ দিন টাকা আসবে এই রাশির জাতকদের হাতে


নিজস্ব সংবাদদাতাঃ বৈদিক জ্যোতিষশাস্ত্রে গ্রহের স্থান পরিবর্তনের বিশেষ গুরুত্ব আছে। গ্রহ-নক্ষত্রের স্থান পরিবর্তনের ফলে ১২ টি রাশির জাতকদের উপর কিছু না কিছু প্রভাব পড়ে থাকে। তবে সব রাশির জাতকরা একই ফল পান না। কয়েকটি রাশির জাতকরা লাভবান হন। জ্যোতিষশাস্ত্র মতে দুর্গাপুজোর শেষ ২ দিন মিথুন, সিংহ, মকর এবং বৃশ্চিক এই ৪ রাশির জাতকদের জন্য শুভ সময়। এই ২ দিন এই ৪ রাশির জাতকরা সবদিক থেকে লাভবান হবেন।