দর্শকদের জন্য আজ থেকে বন্ধ হল শ্রীভূমির দরজা

author-image
Harmeet
New Update
দর্শকদের জন্য আজ থেকে বন্ধ হল শ্রীভূমির দরজা


নিজস্ব সংবাদদাতাঃ নেই দর্শনার্থীদের ভিড়, বাজছে না কোনও আবহ সঙ্গীত। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের সামনে কেবল পুলিশ পুলিশে ছয়লাপ। যা একেবারে নজিরবিহীন। অষ্টমীর মধ্যরাত থেকেই ঘোষণা করে দেওয়া হয়, নবমী থেকে শ্রীভূমির পুজোয় দর্শনার্থীদের প্রবেশ নিষেধ। অতিরিক্ত ভিড়ের কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই মতো সকাল থেকেই কাউকেই সেভাবে মণ্ডপের সামনে দেখতে পাওয়া যায়নি। যাঁদের দেখা গিয়েছে, তাঁদের বেশিরভাগই উদ্যোক্তা আর হাতে গোনা কয়েকজন আবাসিক।