সন্ধিপুজোয় পদ্ম ১০৮টি করে লাগে কেন জানেন?

author-image
Harmeet
New Update
সন্ধিপুজোয় পদ্ম ১০৮টি করে লাগে কেন জানেন?


নিজস্ব সংবাদদাতাঃ এই ১০৮ সংখ্যাটি খুবই গুরুত্বপূর্ণ সনাতন বিশ্বাসে। একটি পদ্ম কম পরায় কমললোচন রামচন্দ্রনাকি নিজের চোখ উপড়ে দেবীকে দিতে চান। তবে সে ছিল দেবীর ছলনা। ভক্তের পরীক্ষা। পাশ করেছিলেন রামচন্দ্র। কিন্তু ১০৮ সংখ্যাটি কেন গুরুত্বপূর্ণ তার উত্তর বেশ কঠিন। পাশ করতে হলে জানতে হবে অঙ্ক। সংস্কৃত পণ্ডিত বিশেষজ্ঞদের মতে কজন সুস্থ মানুষ সারাদিন গড়ে ২১ হাজার ৬০০ বার প্রশ্বাস নেয় এবং নিশ্বাস ছাড়ে। এই ২১ হাজার ৬০০-কে ১০০ দিয়ে ভাগ করলে হয় ২১৬। এটাকে আবার ২ দিয়ে ভাগ করলে হয় ১০৮। তাই সনাতন বিশ্বাসে ১০৮ সংখ্যাটি গুরুত্বপূর্ণ।