উত্তপ্ত কাশ্মীর, সেনার গুলিতে নিকেশ জইশ কমান্ডার

author-image
Harmeet
New Update
উত্তপ্ত কাশ্মীর, সেনার গুলিতে নিকেশ জইশ কমান্ডার


নিজস্ব সংবাদদাতাঃ
উত্তপ্ত কাশ্মীর, সেনার গুলিতে নিকেশ জইশ কমান্ডার। জানা গিয়েছে, আজকের এনকাউন্টারে নিকেশ হয়েছে পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের কমান্ডার শাম সোফি। কাশ্মীর পুলিশের আইজিপি বিজয় কুমার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বুধবার পুলওয়ামা জেলার ত্রাল টাউনের তিলওয়ানি মোহল্লা এলাকায় নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষ হয় সন্ত্রাসবাদীদের। সেখানেই খতম হয় জইশ কমান্ডার শাম সোফি।