সিপিআইএম-এর বুকস্টলে তিন দিনে বিক্রি ১ লক্ষ টাকার বই

author-image
Harmeet
New Update
সিপিআইএম-এর বুকস্টলে তিন দিনে বিক্রি ১ লক্ষ টাকার বই


নিজস্ব সংবাদদাতাঃ প্রতি বছরের মতোই এই বছরও যাদবপুর ৮বি বাসস্ট্যান্ডের কাছে শুরু হয়েছে CPI(M) মার্ক্সীয় সাহিত্যের স্টল। ৯ তারিখ উদ্বোধন হয় এই স্টল। অসংখ্য পার্টি কর্মীর সঙ্গেই উপস্থিত ছিলেন কমলেশ্বর মুখোপাধ্যায়, দেবদূত ঘোষ, বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং রবিন দেব। পার্টির নেতারা ছাড়াও পথচলতি বহু মানুষ সময় কাটান এখানে। প্রথম দিনেই ২০,০০০ টাকার বই বিক্রি হয় এখানে। জানা গেছে, স্টল শুরু হওয়ার তিন দিনের মধ্যেই ১ লক্ষ্য টাকার বই বিক্রি হয়েছে স্টল থেকে।