ডিওপিটি-র তলব আলাপনকে

author-image
Harmeet
New Update
ডিওপিটি-র তলব আলাপনকে


নিজস্ব সংবাদদাতাঃ আগামী ১৮ অক্টোবর, রাজ্যের ডিপার্টমেন্ট অফ পার্সোনাল অ্যান্ড ট্রেনিং (ডিওপিটি)-এর এনকোয়ারি কমিশনের কাছে হাজিরা দিতে হবে রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে। যদিও এনকোয়ারি কমিশনে গঠনের বিরোধিতা করে ইতিমধ্যেই ক্যাটের শরণাপন্ন হয়েছেন এই প্রাক্তন আমলা। তাই হাজিরা দেবেন না বলেই আগেভাগেই জানিয়ে দিয়েছেন তিনি।