আইপিএল ফাইনালে ধোনিদের বিরুদ্ধে কোন দল লড়বে!

author-image
Harmeet
New Update
আইপিএল ফাইনালে ধোনিদের বিরুদ্ধে কোন দল লড়বে!


নিজস্ব সংবাদদাতাঃ মরুশহরের আইপিএলে অসম্ভবকে যেন সম্ভব করেছে কলকাতা নাইট রাইডার্স। প্রথম পর্বে ভাল খেলতে না পারলেও দ্বিতীয় পর্বে নিজেদের ৭টি ম্যাচের ৫টিতে জিতে দ্বিতীয় কোয়ালিফায়ারে পৌঁছে গিয়েছে 'কেকেআর'। অন্যদিকে এ বারের আইপিএলের শুরু থেকেই দুরন্ত ছন্দে রয়েছে পন্থের দিল্লি। আইপিএল ট্রফি দিল্লির সংসারে একবারও যায়নি। গতবার অল্পের জন্য হাতছাড়া হয় ট্রফি। আইপিএল ফাইনালে ধোনিদের বিরুদ্ধে কোন দল লড়বে, আজই তার ফয়সলা হয়ে যাবে। আজ আইপিএল-এর দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে দিল্লি বনাম কলকাতা নাইট রাইডার্স।