নিজস্ব সংবাদদাতাঃ চলতি সাফ চ্যাম্পিয়নশিপে এখনও অপরাজিত ভারত। কিন্তু খুব ভাল খেলতে পারছেন না সুনীল ছেত্রীরা। আজ, বুধবার তাঁরা রাউন্ড-রবিন লিগের শেষ ম্যাচে মুখোমুখি হচ্ছেন আয়োজক দেশ মলদ্বীপের। যে ম্যাচে জিততেই হবে ভারতকে। না হলে প্রতিযোগিতা থেকে নিশ্চিত ভাবে ছিটকে যাবে ইগর স্তিমাচের দল। আর সত্যিই তেমন কিছু ঘটলে, সাফ চ্যাম্পিয়নশিপের ইতিহাসে সবচেয়ে খারাপ ফল করবে ভারত।