বেলুড় মঠে চিরাচরিত প্রথা মেনে শুরু মহাষ্টমীর পুজো

author-image
Harmeet
New Update
বেলুড় মঠে চিরাচরিত প্রথা মেনে শুরু মহাষ্টমীর পুজো

নিজস্ব সংবাদদাতাঃ বেলুড় মঠে চিরাচরিত প্রথা মেনে আজ সকালে হল মঙ্গলারতি।  এরপর শুরু হয়েছে মহাষ্টমীর পুজো।  সকাল ৯টায় হবে কুমারীপুজো।  বেলুড়ে প্রথম কুমারী পুজো চালু করেন স্বামী বিবেকানন্দ৷ ১৯০১ সালে মা সারদার উপস্থিতিতে শঙ্খ, বাদ্য, অর্ঘ, বলয় ও বস্ত্রাদি সহযোগে ৯ জন কুমারীকে পুজো করেছিলেন তিনি৷ সেই থেকেই এই পুজো নিষ্ঠা সহকারে পালন করে চলেছে বেলুড় মঠ কর্তৃপক্ষ৷ তবে কোভিড বিধি মেনে এবার বেলুড় মঠে দর্শকদের প্রবেশ নিষেধ।