দিগবিজয় মাহালি,ডেবরাঃ অষ্টমীর সকালে ভয়াবহ পথ দূর্ঘটনা। গুরুতর আহত দুই। বুধবার সকালে ডেবরা বালিচক রাজ্য সড়কে ডেবরা অডিটোরিয়াম হলের সামনে বাইক ও সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই গুরুতর আহত হয় বাইক আরোহী ও সাইকেল চালক। স্থানীয়রা দুজনকে উদ্ধার করে ডেবরা গ্রামীন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়। এদের মধ্যে একজন আশংকাজনক অবস্থায় রয়েছে।