নিজস্ব সংবাদদাতাঃ সাইবার অপরাধের শিকার এ বার মুম্বই পুলিশ! ভারতের বৃহত্তম শহরের নিরাপত্তার দায়িত্বপ্রাপ্ত বাহিনীর তথ্য ভান্ডারে মঙ্গলবার পাকিস্তানি হ্যাকারেরা হামলা চালিয়েছে। মুম্বই পুলিশের সাইবার সেলের ইমেল অ্যাকাউন্টে পাক হ্যাকারেরা হানা দিয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। যদিও এ বিষয়ে সরকারি ভাবে এখনও কিছু জানানো হয়নি। একটি বিশেষ ধরনের ম্যালওয়্যার ব্যবহার করেই এ কাজ করেছে তারা। ইমেল অ্যাকাউন্ট উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন মুম্বই পুলিশের সাইবার বিশেষজ্ঞেরা।