বুলেট ট্রেন থেকে এয়ার অ্যাম্বুলেন্স, ভোল পাল্টাতে চলেছে দিল্লি

author-image
Harmeet
New Update
বুলেট ট্রেন থেকে এয়ার অ্যাম্বুলেন্স, ভোল পাল্টাতে চলেছে দিল্লি


নিজস্ব সংবাদদাতাঃ ২০ বছরের মধ্যেই সম্পূর্ণ ভোল পাল্টে ফেলবে রাজধানী দিল্লি। ভবিষ্যতে একদিকে দিল্লিতে যেমন বুলেট ট্রেনের ব্যবস্থা থাকবে, তেমনই আবার রোগীকে দ্রুত স্থানান্তরের জন্য ২৪ ঘণ্টা এয়ার অ্যাম্বুলেন্স-র পরিষেবাও চালু রাখা হবে। সড়ক, রেল ও জলপথে আমূল পরিবর্তন এনে দিল্লিকে আধুনিক ভবিষ্যতের জন্য তৈরি করছে রাজ্য সরকার। সেই লক্ষ্যেই মঙ্গলবার এনসিআর প্ল্যানিং বোর্ড(NCRPB)-র তরফে খসড়া পরিকল্পনা ২০৪১-কে গ্রহণ করা হল। এই খসড়া পরিকল্পনায় আগামিদিনে কীভাবে দিল্লিকে আধুনিক প্রযুক্তির ব্যবহার করে গোটা দেশের সঙ্গে সংযুক্ত করা যায়, তা নিয়ে একাধিক প্রস্তাব দেওয়া হয়েছে।