নিজস্ব সংবাদদাতাঃ ২০ বছরের মধ্যেই সম্পূর্ণ ভোল পাল্টে ফেলবে রাজধানী দিল্লি। ভবিষ্যতে একদিকে দিল্লিতে যেমন বুলেট ট্রেনের ব্যবস্থা থাকবে, তেমনই আবার রোগীকে দ্রুত স্থানান্তরের জন্য ২৪ ঘণ্টা এয়ার অ্যাম্বুলেন্স-র পরিষেবাও চালু রাখা হবে। সড়ক, রেল ও জলপথে আমূল পরিবর্তন এনে দিল্লিকে আধুনিক ভবিষ্যতের জন্য তৈরি করছে রাজ্য সরকার। সেই লক্ষ্যেই মঙ্গলবার এনসিআর প্ল্যানিং বোর্ড(NCRPB)-র তরফে খসড়া পরিকল্পনা ২০৪১-কে গ্রহণ করা হল। এই খসড়া পরিকল্পনায় আগামিদিনে কীভাবে দিল্লিকে আধুনিক প্রযুক্তির ব্যবহার করে গোটা দেশের সঙ্গে সংযুক্ত করা যায়, তা নিয়ে একাধিক প্রস্তাব দেওয়া হয়েছে।