নিজস্ব সংবাদদাতাঃ কলকাতা সহ জেলায় জেলায় রাস্তায় এখন থিকথিকে ভিড়। রাস্তায় রাস্তায় মানুষের ঢল বাড়ছে। বাড়ছে ভিড়। এর মধ্যে মুখে মাস্কের বালাই নেই অনেকের। এদিকে থেমে নেই করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় রাজ্যে মৃত্যু হয়েছে ১০ জনের। স্বাস্থ্য দফতরের দেওয়া কোভিড বুলেটিন জানাচ্ছে, রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৭৬৮ জন। রাজ্যে মোট করোনা সংক্রমিতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫ লক্ষ ৭৭ হাজার ৭১১ জন। করোনা থেকে মুক্ত হয়েছেন ৭৩৫ জন। বাংলায় এখন করোনায় মৃত্যু হার ১.২০ শতাংশ।