শাহ-এর মুখে এবার গোরখা প্রসঙ্গ

author-image
Harmeet
New Update
শাহ-এর মুখে এবার গোরখা প্রসঙ্গ



নিজস্ব সংবাদদাতাঃ
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ দার্জিলিং -এর তরাই এবং ডুয়ার্স অঞ্চলের গোরখা প্রতিনিধিদের সাথে আজ কথা বললেন। যদিও পশ্চিমবঙ্গ সরকার গোর্খা বিষয়ক সমস্ত বিষয় মিটিয়ে দিলেও আবারও গোর্খা বিষয়ক প্রসঙ্গ তুলে অমিত শাহ বলেন," কেন্দ্র সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অধীনে এই গোর্খা সমস্যার সমাধান করার জন্য প্রাণপণ চেষ্টা করছে।"