নিজস্ব সংবাদদাতাঃ ফের একবার বিতর্কে রাজস্থান সরকার। আর এবার শিরোনামে রাজস্থানের শিক্ষামন্ত্রী। বেফাঁস মন্তব্যের জেরে ফের একবার তুমুল বিতর্কের মুখে রাজস্থানের শিক্ষামন্ত্রী গোবিন্দ সিং দোতাস্র। আন্তর্জাতিক কন্যা সন্তান দিবস উপলক্ষ্যে এক অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন গোবিন্দ সিং। আর এমন এক অনুষ্ঠানে বসেই মহিলাদের নিয়ে বক্রোক্তি করতে দেখা গেল রাজস্থানের শিক্ষামন্ত্রীকে। বেশি মহিলা কর্মী (শিক্ষক ও শিক্ষাকর্মী) থাকার কারণেই নাকি স্কুলগুলিতে বেশি ঝগড়া হয়। এমনটাই মনে করেন রাজস্থানের শিক্ষামন্ত্রী। আর তাঁর এই মন্তব্যের পরই তুমুল বিতর্ক শুরু হয়ে গিয়েছে।