​নিজস্ব সংবাদদাতাঃ একদিকে আবাহনের ঝলমলে আলো, অন্যদিকে অবহেলার অন্ধকার! এই শহরেই দুর্গতি খোদ দুর্গতিনাশিনীর। সাদার্ন অ্যাভিনিউয়ের পার্কে ভেঙে পড়েছে দুর্গার ইনস্টলেশন। সিমেন্টের চাতালের উপর রাখা কাঠামো ভেঙে পড়েছে। প্রতিমার পাশে থাকা অন্যান্য মূর্তিও অর্ধেক ভেঙে পড়ে আছে। এবিপি আনন্দে খবর সম্প্রচারিত হওয়ার পরেই শুরু হয়ে গেল ভেঙে পড়া মূর্তি সরানোর কাজ। ভুল হয়ে গেছে, রি-ইনস্টল করা হবে। জানিয়েছেন ফিরহাদ হাকিম।