নিজস্ব সংবাদদাতাঃ কলকাতা পুরসভার কোষাগারের অবস্থা এমনই করুণ যে আগামী মাসে কর্মীদের বেতন কীভাবে হবে, তা নিয়েই সন্দিহান পুরসভার অর্থ দফতরের কর্তারা। সূত্রের খবর অনুযায়ী, গত মাসের বেতন দিতেই নাকাল হয়েছিল পুরসভা। সেপ্টেম্বর মাসের শেষে কর্মীদের বেতন দিতে গিয়ে দেখা গিয়েছিল, ব্যাঙ্কে সাত কোটি টাকার ঘাটতি রয়েছে। শেষমেশ পুরসভার অর্থ দফতর থেকে এক আধিকারিক রিজার্ভ ব্যাঙ্কের ট্রেজারিতে টানা দু’দিন হত্যে দিয়ে পড়ে থাকেন। তার পরেই চলতি মাসের ১ তারিখ রাতে বেতনের মেসেজ পান কর্মীরা।