​নিজস্ব সংবাদদাতাঃ অধিকার স্থাপনের লড়াই বহু যুগ ধরে মানুষ করে আসছে। কিছু অধিকার স্থাপন হয়েছে, কিছু হয়নি। তবে মানুষের সব থেকে বড় অধিকার নিঃসন্দেহে সমানাধিকার। উড়িষ্যা- তেলেঙ্গানা সীমান্তের সৌর বা সৌরা জনজাতির কথা তুলে ধরেছে পল্লি উন্নয়ন সমিতি। যারা তাঁদের সমাজে বহু যুগ ধরে সমানাধিকার পালন করে চলেছে। পল্লি উন্নয়ন সমিতির এবারের থিম 'অধিকার'।