নিজস্ব সংবাদদাতাঃ মধ্য কাশ্মীর জুড়ে বিভিন্ন জঙ্গিগোষ্ঠীর যে নেটওয়ার্ক তৈরি হয়েছে, যাকে এক কথায় ওভারগ্রাউন্ড নেটওয়ার্ক বলা হয়, তার খোঁজে একাধিক জায়গায় তল্লাশি চালাচ্ছে এনআইএ। কাশ্মীরে জঙ্গি গতিবিধি বাড়তেই তৎপর জাতীয় তদন্তকারী সংস্থাও। মঙ্গলবার জঙ্গিযোগের খোঁজে জম্মু-কাশ্মীর, উত্তর প্রদেশ ও দিল্লি মিলিয়ে মোট ১৮টি জায়গায় তল্লাশি চালিয়েছে এনআইএ(NIA), এমনটাই জানা গিয়েছে।