​নিজস্ব সংবাদদাতাঃ চিনের এই Chang’e-5 অভিযানের কারণে আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়নের পর চিনই তৃতীয় দেশ, যারা লুনার স্যাম্পেল বা চাঁদের নমুনা সংগ্রহ করে পৃথিবীতে নিয়ে এসেছে। জানা গিয়েছে, আগামী দিনে Chang’e-6 এবং Chang’e-7- এই দুই মিশনেরও পরিকল্পনা করছে চিন। সেক্ষেত্রেও এই মিশন হবে uncrewed। আগামী পাঁচ বছরের মধ্যে মূলত চাঁদের দক্ষিণ মেরু অন্বেষণের কারণেই এই দুই অভিযান করবে চিন। বিভিন্ন সূত্রে এমনটাই শোনা গিয়েছে।