আসানসোলে গ্রেফতার ৯ জন এটিএম হ্যাকার

author-image
Harmeet
New Update
আসানসোলে গ্রেফতার ৯ জন এটিএম হ্যাকার

রাহুল পাসওয়ান, আসানসোলঃ  আসানসোলের কুলটিথানার নিয়মাতপুর ফাঁড়ির পুলিশের গোপন সূত্রে অভিযান চালিয়ে রবিবার রাত্রে একটি এটিএম হ্যাকার টিমকে গ্রেফতার করে। রবিবার রাত্রে ওই নয় জন এটিএম হ্যাকার যখন তাঁদের টাকা কলেকশন করে গাড়ি করে পালাতে যায় তখন।  নিয়মতপুর ফাঁড়ির পুলিশ লছিপুর এলাকা থেকে তাঁদের গ্রেফতার করে। তাদেরকে নিয়ামতপুর ফাঁড়ি নিয়ে যায়  পুলিশ।  ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় নগদ দেড়লক্ষ্য টাকা সহ পাঁচটি ভুয়ো  এটিএম কার্ড।