নিজস্ব সংবাদদাতাঃ প্রয়াত হয়েছেন ত্রিপুরা রাজ্য বামফ্রন্টের আহ্বায়ক বিজন ধর। তিনি ছিলেন সিপিআইএম (CPIM) ত্রিপুরা রাজ্য কমিটির প্রাক্তন সম্পাদক। মৃত্যুর শেষ দিন পর্যন্ত তিনি ছিলেন ভারতের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য। সোমবার সকালে ইএম বাইপাসে ফর্টিস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বিকাল পাঁচটার বিমানে আগরতলা নিয়ে যাওয়া হবে তাঁর দেহ। ইতিমধ্যেই হাসপাতালে উপস্থিত রয়েছেন বিমান বসু, সূর্য মিশ্র, রবীন দেব, সুজন চক্রবর্তী সহ সিপিএমের শীর্ষস্তরের নেতৃবৃন্দ।