ছোটদের 'আবদার' আজ যেন ফিকে, সুরুচি সংঘ

author-image
Harmeet
New Update
ছোটদের 'আবদার' আজ যেন ফিকে, সুরুচি সংঘ


নিজস্ব সংবাদদাতাঃ পুজো মানেই নতুন নতুন জামাকাপড়। ছোট ছেলে-মেয়েদের বায়না। তবে বর্তমান পরিস্থিতি যেন অনেকটাই আলাদা। করোনা মাহামারি বদলে দিয়েছে জীবনের গতিপথ। শুধু বড়রা নয় ছোট বাচ্ছারাও যেন তাঁদের বায়না হারিয়ে ফেলেছে এই পুজোতে। চারিদিকে জামাকাপড়ের দোকান, খাওয়ার দোকান, ট্রাফিক লাইট আরও কত কি। সব মিলিয়ে জমজমাট মার্কেট। তবে সেই মার্কেটও যেন ফিকে। সুরুচি সংঘ-এর এবারের নিবেদন 'আবদার'।