​নিজস্ব সংবাদদাতাঃ সারা মণ্ডপ জুড়ে অসংখ্য বাঁশ, চারিদিকে নিজেদের মতো করে দাঁড়িয়ে আছে। কোনটা রঙিন কোনটা আবার ফ্যাঁকাসে। অনেকটা আমাদের বর্তমান জীবনের মতো। এই ছন্নছাড়া বাঁশগুলোকে একটা বড় আঁচল এক সঙ্গে বেঁধে রেখেছে। মানুষের বর্তমান জীবনের নানা রূপ নিয়ে টালা বারোয়ারির এবারের নিবেদন 'আঁচল'।