নিজস্ব সংবাদদাতাঃ ছোটবেলা থেকেই মায়ের আঁচলের স্নেহময়য় পরশ সকলেরই খুবই প্রিয়। ছোটবেলার স্বপ্ন, রুপকথার গল্প সব কিছুই সময়ের সাথে সাথে ফিকে হয়ে যেতে শুরু করে। বড় হয়ে যাওয়ার পর সেই মধুর ছোটবেলা যেন কোথায় হারিয়ে যায়। ছোটবেলার সেই স্বপ্ন, সেই আনন্দ, সেই আন্তরিকতাকে বর্তমান জীবনে ফিরিয়ে নিয়ে আসার প্রচেষ্টা করল বেলগাছিয়া সাধারণ দুর্গোৎসব কমিটি। তাঁদের এবছরের থিম 'আলোর আঁচল'।