প্লে অফে নামার আগেই মর্গ্যানকে একহাত গম্ভীরের

author-image
Harmeet
New Update
প্লে অফে নামার আগেই মর্গ্যানকে একহাত গম্ভীরের


নিজস্ব সংবাদদাতাঃ আর কিছুক্ষণ পরই এলিমিনেটরের গুরুত্বপূর্ণ ম্যাচে নামবে কলকাতা নাইট রাইডার্স। প্রতিপক্ষ বিরাটের আরসিবি। তবে হাইভোল্টেজ ম্যাচে নামার আগেই নাইটদের নেতা ইওন মর্গ্যানকে একহাত গৌতম গম্ভীরের। গম্ভীরের ক্যাপ্টেন্সিতে ২ বার আইপিএল (IPL) চ্যাম্পিয়ন হয়েছে কেকেআর। সেই প্রাক্তন অধিনায়ক একেবারেই খুশি নন মর্গ্যানের ক্যাপ্টেন্সিতে। এক সাক্ষাত্‍কারে গম্ভীর জানান, ‘আমি নিশ্চিত নই আদৌ মর্গ্যান কোনও অধিনায়কের ভূমিকা পালন করে কিনা'।