নিজস্ব সংবাদদাতাঃ আর কিছুক্ষণ পরই এলিমিনেটরের গুরুত্বপূর্ণ ম্যাচে নামবে কলকাতা নাইট রাইডার্স। প্রতিপক্ষ বিরাটের আরসিবি। তবে হাইভোল্টেজ ম্যাচে নামার আগেই নাইটদের নেতা ইওন মর্গ্যানকে একহাত গৌতম গম্ভীরের। গম্ভীরের ক্যাপ্টেন্সিতে ২ বার আইপিএল (IPL) চ্যাম্পিয়ন হয়েছে কেকেআর। সেই প্রাক্তন অধিনায়ক একেবারেই খুশি নন মর্গ্যানের ক্যাপ্টেন্সিতে। এক সাক্ষাত্কারে গম্ভীর জানান, ‘আমি নিশ্চিত নই আদৌ মর্গ্যান কোনও অধিনায়কের ভূমিকা পালন করে কিনা'।