​
নিজস্ব সংবাদদাতাঃ কুকি ন্যাশনাল লিবারেশন আর্মির চার সদস্যকে খতম করল সেনারা। রবিবার রাতে অসম রাইফেলসের পুলিশ ও ভারতীয় সেনা যৌথ অভিযান চালায় মনিপুরের হিঙ্গগঞ্জে। সেখানেই দুপক্ষের গুলির লড়াই চলে। তাতে খতম হয় কুকি ন্যাশনাল লিবারেশন আর্মির চার সদস্য। হিঙ্গগঞ্জের একটি এলাকায় কুকি ন্যাশনাল লিবারেশন আর্মির ১০ সদস্য আত্মগোপন করে রয়েছে।গোপন সূত্রে এই খবর পেয়ে অভিযান চালায় ভারতীয় সেনা ও অসম রাইফেলসের পুলিশ। রবিবার ভোর থেকে শুরু হয় গুলির লড়াই। তাতে চার জন খতম হয়েছে বলে শেষ পর্যন্ত পাওয়া খবরে জানা যাচ্ছে।