আমফান-ইয়াশ ঝড়ের দাপটের সামনে এনে দাঁড় করাল এই পুজো কমিটি, দেখুন ভিডিও

author-image
Harmeet
New Update
আমফান-ইয়াশ ঝড়ের দাপটের সামনে এনে দাঁড় করাল এই পুজো কমিটি, দেখুন ভিডিও


নিজস্ব সংবাদদাতাঃ একে করোনার চোখরাঙানি তার ওপর গত বছর আমফান, এ বছর ইয়াশ- এর মতো ঝড়ের দাপটে উপকূলবর্তী অঞ্চলের বহু মানুষ ভিটে মাটি হারা। ঝড়ের সঙ্গে ঘর করতে করতে মাঝে মধ্যেই তাঁদের গ্রাস করে হতাশা। জীবনযাপন, আগামী প্রজন্মের ভবিষ্যত, মাথা গোঁজার ঠাঁই সবকিছুই তাঁদের কাছে অনিশ্চিত। যুদ্ধে লড়তে লড়তে তাঁরা যখন ক্লান্ত হয়ে পড়েন, তখন মা দুর্গাই তাঁদের ঘুরে দাঁড়ানোর জোর হয়ে আবির্ভূত হন। কেষ্টপুর প্রফুল্লকানন পশ্চিম অধিবাসীবৃন্দের 19 তম বর্ষের পুজোর মণ্ডপ সজ্জায় উঠে এসেছে গ্রাম বাংলার সেইসব উপকূলবর্তী মানুষের জীবন। তাঁদের এবছরের থিম 'আলোকবর্তিকা'।