​নিজস্ব সংবাদদাতাঃ এ পৃথিবীতে সবই যেন 'মায়া'। অপ -আর্ট-এর এই অজানা দুনিয়াতে আপনাকে স্বাগত। একেবারে উত্তর-আধুনিক একটি পাশ্চাত্য আর্ট ফর্মকে তুলে ধরা হয়েছে মাস্টারদা স্মৃতি সঙ্ঘের এই বারের পুজোয়। চোখে দেখা বস্তুর মধ্যে সৃষ্টির ধাঁদা তৈরি করাই এই আর্ট ফর্মের কাজ। তাই স্মৃতি সঙ্ঘের এই বারের পুজোর ট্যাগ লাইন 'মায়ার মায়া কে বুঝে জগতে'?