দেখুন রাজডাঙ্গা নব উদয় সংঘের পুজোর উদ্বোধন

author-image
Harmeet
New Update
দেখুন রাজডাঙ্গা নব উদয় সংঘের পুজোর উদ্বোধন

নিজস্ব সংবাদদাতাঃ পঞ্চমীর সন্ধ্যে বেলায় শুভ উদ্বোধন হয়ে গেল রাজডাঙ্গা নব উদয় সংঘের দুর্গা পুজোর। উপস্থিত ছিলেন টলিউদের একাধিক তারকা। একে একে প্রদীপ জ্বালিয়ে পুজোর শুভ সূচনা করেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, আবির চ্যাটার্জি এবং রাইমা সেন। অসাধারণ নিপুণতায় বেতের কাজ ফুটে উঠেছে এই পুজো মন্ডবে।