​দেবাশিস বিশ্বাস,দিনহাটাঃ মহা পঞ্চমীর দিন রাতে দিনহাটা গীতালদহ গ্রাম পঞ্চায়েত এলাকায় গুলি কাণ্ডে নিহত দুইজন তৃণমূল কংগ্রেস কর্মী। আহত মোট পাঁচজন। এদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক। কোচবিহার জেলা পুলিশ সুপার সুমিত কুমার জানান, নিহত দুই ব্যক্তি মুন্না হক এবং মোজাফফর হোসেন। এদের দুজনের ঘাড়ে গুলিবিদ্ধ চিহ্ন পাওয়া গেছে। আহত হয়েছেন দুলাল মিয়া, মিন্টু হক, দিলবার হোসেন, আবিদুল হোসেন, এবং জাহাঙ্গীর আলম। এরা সকলেই কমবেশি গুলিবিদ্ধ। কোচবিহার মেডিকেল কলেজ হাসপাতালে এদের চিকিৎসা শুরু হয়েছে। তবে এর সঙ্গে কোনও রাজনৈতিক যোগাযোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। রাত আনুমানিক এগারোটা নাগাদ তৃণমূল কংগ্রেসের কর্মীরা নিজেদের বাড়ি ফিরছিলেন। অভিযোগ আচমকা এলাকার বেশ কিছু বিজেপি কর্মী এবং এলাকার কয়েকজন একত্রিত হয়ে তাঁদের ওপর এ হামলা চালায়। ইতিমধ্যেই দিনহাটা নিয়ে রাজনৈতিক সন্ত্রাসের একাধিক উদাহরণ সামনে উঠে এসেছে। যদিও এই ঘটনা অস্বীকার করেছেন দিনহাটা স্থানীয় বিজেপি নেতৃত্ব। দিনহাটার প্রাক্তন বিধায়ক তথা বর্তমান তৃণমূল কংগ্রেস প্রার্থী উদয়ন গুহ মন্তব্য করে বলেন, 'দুর্গাপূজাকে হেনস্থা করা এবং মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করার জন্য ইচ্ছাকৃতভাবে এই আক্রমণ করা হয়েছে। সম্পূর্ণ বিজেপির হাত রয়েছে এই আক্রমণের পেছনে। পুলিশকে সম্পূর্ণ তদন্ত করার আবেদন জানানো হচ্ছে।'