নিজস্ব সংবাদদাতাঃ ভোজ্য তেলের লাগাতার মূল্য বৃদ্ধির জেরে নাজেহাল গোটা দেশ। টান পড়ছে মধ্যবিত্তের হেঁশেলে। আর এরই মধ্যে ভোজ্য তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে উদ্যোগী হল কেন্দ্র। দেশীয় বাজারে ভোজ্য তেল ও তেলের বীজের ক্রমবর্ধমান দাম নিয়ন্ত্রণের জন্য, সরকার এই পণ্যগুলির মজুত নিয়ন্ত্রণ করতে, তার উপর ঊর্ধ্বসীমা বেঁধে দিল। ২০২২ সালের ৩১ মার্চ পর্যন্ত এই নিয়ম আরোপ করা হয়েছে। উপভোক্তা বিষয়ক মন্ত্রক থেকে আজ এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।