নিজস্ব সংবাদদাতাঃ বিধাননগর পৌরনিগমের ২৭ নম্বর ওয়ার্ড কৃষ্ণপুর যদুনাথ হাইস্কুলের জমি দখল করে নেওয়ার প্রতিবাদে পথে নামলেন ওই স্কুলের প্রাক্তনীরা। সূত্রের খবর অনুযায়ী, ২০১০ সালে স্কুলের জমির একাংশ নিয়ে গড়ে উঠেছিল একটি নির্মাণ। কিন্তু সেই সময় আইনি সহায়তায় সেই নির্মাণকার্য বন্ধ হয়ে যায়। তারপরে হঠাৎ করে মাসখানেক আগে থেকে পুনরায় নির্মাণকার্য চালু হওয়ায় যদুনাথ মাধব চন্দ্র হাই স্কুলের প্রাক্তন ছাত্র ছাত্রীরা প্রতিবাদে পথে নামে।