নিজস্ব সংবাদদাতাঃ বছর শেষের আগেই প্রকৃত নিয়ন্ত্রণ রেখা ঘিরে সমস্যা মেটাতে উদ্যোগী ভারত। সেই লক্ষ্যেই রবিবার মুখোমুখি আলোচনায় বসছে ভারত ও চিন। পূর্ব লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখাজুড়ে সংঘর্ষ ও তারপর যে টানাপোড়েন শুরু হয়েছিল, সেই সমস্যার সমাধান করতেই ১৩ দফার বৈঠকে বসতে চলেছে দুই দেশ। সূত্রের খবর অনুযায়ী, ত্রয়োদশ দফার এই বৈঠক প্রকৃত নিয়ন্ত্রণ রেখার চিনের অংশ চুসুলের মল্ডো-এ অনুষ্ঠিত হবে। উপস্থিত থাকবেন দুই দেশের সেনা প্রধান ও সেনাবাহিনীর শীর্ষকর্তারা। গোগরা, হটস্প্রিংয়ে সংঘর্ষস্থল থেকে সেনা প্রত্যাহার নিয়েই দুই দেশের মধ্যে আলোচনা হতে পারে বলে জানা গিয়েছে।