নিজস্ব সংবাদদাতাঃ প্রায় পাঁচ মাস পর (১৪১ দিন পর) মার্গি দশায় আসতে চলেছেন শনি। আগামী সোমবার (ষষ্ঠী) সেই পরিবর্তন হতে চলেছে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, শনিকে কর্মের গ্রহ হিসেবে বিবেচনা করা হয়। তার ফলে কয়েকটি রাশির জাতকের উপর ব্যাপক প্রভাব পড়বে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী মিথুন, ধনু, তুলা এবং কুম্ভ, এই ৪ রাশির জাতকদের জীবনে দেখা দেবে সুখ ও শান্তি। সার্বিক উন্নতি হবে এই ৪ রাশির জাতকদের।