নিজস্ব সংবাদদাতাঃ আপাতত কন্যা রাশিতে বিরাজ করছেন সূর্য, বুধ এবং মঙ্গল গ্রহ। জ্যোতিষশাস্ত্রে সূর্যদেবকে গ্রহদের রাজা বলা হয়। মঙ্গলকে সব গ্রহের সেনাপতি বলা হয়ে থাকে। সূর্য, বুধ এবং মঙ্গল গ্রহ যখন একই রাশিতে থাকেন, তখন খুব ভালো সময় কাটে ধনু রাশি জাতকদের। তাঁদের সময় অত্যন্ত শুভ হয়।