New Update
/anm-bengali/media/post_banners/XJMeIgSwDM4MqIQ315TQ.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ আপনি কী ওয়ান নাইট স্ট্যান্ড করতে ইচ্ছুক? তাহলে কয়েকটা জিনিস অবশ্যই মাথায় রাখা জরুরি। ওয়ান নাইট স্ট্যান্ড বললেই মনের মধ্যে অনেকের নানা চিত্রকল্প জেগে ওঠে। কোথাও কোনও সেক্সি অপরিচিতের সঙ্গে আলাপ হল, প্রথম থেকেই দারুণ লাগল মানুষটাকে এবং অচেনা কোনও হোটেলের ঘরে দুর্দান্ত একটা রাত কাটালেন আপনারা... লোকটা কেমন, তাঁর সঙ্গে আপনার মনের মিল হবে কিনা, বিয়ের পর তাঁর পরিবারের সঙ্গে মানিয়ে চলতে পারবেন কিনা, এতশত না ভেবে কেবল উপভোগ করার জন্য কোনও অপরিচিতের সঙ্গে যে সম্ভোগ হয়, তার তুল্য আনন্দ অন্য কিছুতে পাওয়া সম্ভব নয়। তবে ওয়ান নাইট স্ট্যান্ড নিয়ে মানসিক উত্তেজনা তৈরি হয় এবং সেটা মুড বিগড়ে দিতে পারে। এক্ষেত্রে ভেবে-চিন্তে এগোলেই ঠিক করবেন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us